কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ন্যাশনাল ব্যাংকের ঋণে আবার বিধিনিষেধ

ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণে আবার বিধিনিষেধ আরোপ করল বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত কিছু খাতের বাইরে আপাতত ঋণ বিতরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগের অনুমোদিত ১০ কোটি টাকার বেশি ঋণ ছাড়ে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে বলা হয়েছে। বিদ্যমান ঋণ নবায়ন বা অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণেও নিষেধ করা হয়েছে। মো. মেহমুদ হোসেন এমডি থেকে পদত্যাগের পর আমানতকারীদের স্বার্থ রক্ষায় এমন পদক্ষেপ নিল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, আমানতকারীর স্বার্থ রক্ষা এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারকের সুষ্ঠু বাস্তবায়নে লক্ষ্যে কিছু বিধিনিষেধ দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি ঋণ, ভোক্তা ঋণের আওতায় গৃহ নির্মাণ, রিটেইল ক্রেডিট, ক্রেডিট কার্ড ও এসওডি, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন, সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত চলতি মূলধন ও সিএমএসএমই ঋণ, শতভাগ নগদ মার্জিনের বিপরীতে ঋণপত্র ও অন্যান্য পরোক্ষ ঋণ সুবিধা ছাড়া অন্য কোনো ঋণ দেওয়া যাবে না। মেয়াদোত্তীর্ণ বা সীমাতিরিক্ত বকেয়া স্থিতি নগদ আদায় ছাড়া নবায়ন করা যাবে না। বর্তমানে অনুমোদিত যে কোনো ঋণসুবিধায় ১০ কোটি টাকার বেশি বিতরণে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে। অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান কোনো ঋণ অধিগ্রহণ করা যাবে না। মেহমুদ হোসেন গত বুধবার পদত্যাগের পর রোববার সন্ধ্যায় ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি বরাবর এ চিঠি দেওয়া হয়েছে। যার অনুলিপি ব্যাংকটির চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন