কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


তিন অর্থ বছরে বিদেশি বিনিয়োগ লক্ষ্যমাত্রা ৬৯০০ মিলিয়ন ডলার

চলতি অর্থ বছরসহ (২০২২-২৩) পরবর্তী দুই অর্থ বছর (২০২৩-২৪ এবং ২০২৪-২৫) ১০০% বিদেশি এবং যৌথ বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ ও পুনঃ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২২০০, ২৩০০ ও ২৪০০ মিলিয়ন মার্কিন ডলার। সোমবার (২৩ জানুয়ার) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্ৰী আ. ক. ম. মোজাম্মেল হক।

এদিন আওয়ামী লীগ দলীয় সদস্য এম. আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, বেসরকারি খাতে দেশে বিদেশি বিনিয়োগে উৎসাহ দেওয়া, শিল্প স্থাপনে সুবিধা ও সহায়তা দিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নিরলসভাবে কাজ করছে। বিনিয়োগ কার্যক্রম সহজ করতে ইন্টার অপারেবল অনলাইন প্ল্যাটফরম তৈরি করেছে। বিভিন্ন বিনিয়োগ সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে বিডার ওয়ান স্টপ সার্ভিসের (এএসএস) সফল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন