কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মুক্তিপণ আদায় করতে পারছে না হ্যাকাররা, কমছে আয়

সাইবার আক্রমণের শিকার ভুক্তভোগীরা মুক্তিপণ দিতে রাজী না হওয়ায় ২০২২ সালে বিভিন্ন হ্যাকার দলের আয় ৪০ শতাংশ পর্যন্ত কমেছে বলে উঠে এসেছে গবেষণায়।

সফটওয়্যার কোম্পানি ‘চেইনালিসিস’-এর ক্রিপ্টোমুদ্রা বিশেষজ্ঞরা বলছেন, ২০২২ সালে মুক্তিপণ ভিত্তিক হ্যাকার দলগুলোর আয় হয়েছে ৪৫ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৩১ কোটি ১০ লাখ ডলার কমে গেছে।

এর প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি। তবে, তুলনামূলক কম ভুক্তভোগীর অর্থ প্রদানের বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা সহমত পোষণ করেছেন বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে।

তবে, সাইবার অপরাধীদের আয় কমলেও আক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।

বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক কোম্পানি, সরকারী সংস্থা, স্কুল এমনকি হাসপাতালও নিয়মিত হ্যাকারদের সাইবার আক্রমণের শিকার হচ্ছে। তারা শিকার আইটি সিস্টেমের কর্মীদের প্রবেশাধিকার বন্ধ করে বিটকয়েনের মতো ক্রিপ্টোমুদ্রায় মুক্তিপণ দাবি করে থাকে।

অনেক সময় হ্যাকাররা চুরি করা ডেটা প্রকাশ বা বিক্রির হুমকিও দিয়ে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন