কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মেকআপের আগে ত্বকের প্রস্তুতি

স্বাভাবিক মেকআপের প্রথম ভিত্তি হল সুন্দর ত্বক। মেকআপ করার আগে এ কারণে ত্বকের ঠিকমতো যত্ন নেওয়া দরকার। এতে ত্বক সুন্দর, সজীব দেখাবে। মেকআপের আগে ত্বক কীভাবে প্রস্তুত করবেন -এক্সফোলিয়েটিং ফেসওয়াশ : মেকআপ শুরু করার প্রথমে ভালো মুখ ধুতে হবে। ফেসওয়াশ মুখ থেকে তেলময়লার পাশাপাশি মৃত কোষও তুলে দিতে পারে। আপনার ত্বকের উপযোগী ফেসওয়াশ দিয়ে প্রথমে মুখ পরিষ্কার করে নিন। বরফ ঘষুন : মুখ ধোওয়ার পর টোনার হিসেবে বরফ ব্যবহার করুন।

পাতলা পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে সারা মুখে আলতো করে বুলিয়ে নিন। মুখে বরফ ঘষার বেশ কিছু বাড়তি উপকারিতাও রয়েছে। বরফ মুখে রক্ত সংবহন বাড়িয়ে তুলে একটা বাড়তি আভা এনে দেয়, পাশাপাশি চোখের ক্লান্তভাবও কাটিয়ে তোলে।হাইড্রেটিং ক্রিম মাখুন : মেকআপ করার আগে মুখে ভালোভাবে ময়শ্চারাইজ়ার বা হাইড্রেটিং ক্রিম মাখতে হবে। এমন ময়শ্চারাইজ়ার বা হাইড্রেটিং ক্রিম মাখুন যাতে ভিটামিন সি রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন