কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


গয়েশ্বর রায় ও আবদুল আউয়াল মিন্টুর ইতিহাস বিকৃতির নিন্দা

সম্প্রতি ঢাকার এক অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বর রায় দেশের স্বাধীনতাকে ‘বাইচান্স’ বলায় দেশের ১১টি পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়।

তারা বলেন, যে মিথ্যাচার এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য তিনি রেখেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালির তেইশ বছরের লড়াই-সংগ্রাম, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং ৩০ লক্ষ শহীদের আত্মদানকে অবজ্ঞা করে দেয়া গয়েশ্বর রায়ের এ বক্তব্য স্বাধীনতা-বিরোধী শক্তির সাথে ঐক্যেরই বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। বিবৃতিতে একই অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা আবদুল আউয়াল মিন্টু বাহাত্তরের সংবিধান পরিবর্তন করার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, তা এদেশের মানুষ কখনই গ্রহণ করবে না বলে হুঁশিয়ার করে দেয়া হয়।

বিবৃতিতে  বিএনপির এ দুই নেতাকে তাদের দেয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে স্বাধীনতার ইতিহাস ও আদর্শকে যারা ভূলুণ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন