কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন

ইউক্রেনীয় বাহিনীকে উন্নত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। ওকলাহোমা অঙ্গরাজ্যের একটি ঘাঁটিতে এই প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আর জাজিরা।

রুশ বিমান হামলা মোকাবিলায় ২০২২ সালের শেষ দিকে কিয়েভকে একটি প্যাট্রিয়ট ব্যাটারি সরবরাহের প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন। চলমান যুদ্ধাবস্থায় যুক্তরাষ্ট্রের এমন প্রতিশ্রুতি ছিল ইউক্রেনের জন্য একটি বড় ঘটনা। কেননা, এজন্য দীর্ঘ দেনদরবার করতে হয়েছিল দেশটিকে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, ইউক্রেনীয় বাহিনীর প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সংক্রান্ত প্রশিক্ষণ আগামী সপ্তাহে ফোর্ট সিল, ওকলাহোমাতে শুরু হবে। ৯০ থেকে ১০০ জন সেনাকে এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের পদ্ধতি সম্পর্কে সম্যক অবহিত করা হবে। এই প্রশিক্ষণ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন