কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রংপুরকে হারিয়ে পয়েন্টের খাতা খুলল বরিশাল

সমকাল প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১৭:৩৮

নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের বিপক্ষে সহজেই জয় পেল সাকিব আল হাসান ও মেহেদি মিরাজের ফরচুন বরিশাল। চার বল থাকতে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল। রংপুর শুরু ভালো না করলেও ৭ উইকেট ১৫৮ রান তোলে। মিরপুরের উইকেট বিচারে যা খারাপ নয়।


ওপেনার নাঈম শেখ গোল্ডেন ডাক মারেন, তিনে নামা শেখ মেহেদি ৬ রান করে আউট হন। ব্যর্থ হন চারে নামা সিকান্দার রাজাও। তবে ওপেনার রনি তালুকদার ও পাঁচে নামা শোয়েব মালিক ভালো খেলেন।রনি ২৮ বলে ৪০ রানের দারুণ এক ইনিংস খেলেন। পাঁচটি চারের পাশাপাশি একটি ছক্কা তোলেন তিনি। মালিকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস।


৩৬ বলে তিনি পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকান। অধিনায়ক নুরুল হাসান ১২ রান যোগ করেন। রবিউল হক শেষে ১৫ বলে ১৮ রান তোলেন। জবাব দিতে নেমে বরিশালের চতুরাঙ্গা ডি সিলভা ১ রান করে ফিরে যান। এনামুল হক ১৫ রান করে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন আফগান টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান। তিনি ৪১ বলে পাঁচটি চার ও দুই ছক্কায় ৫১ রান করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও