কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিয়েতে কনে কেমন ব্যাগ হাতে রাখবেন?

বিয়ের দিনের সাজ নিয়ে সব কনেই বেশ উদগ্রীব থাকেন। কোন পোশাক-জুয়েলারি পরবেন কিংবা কেমন ব্যাগ হাতে নেবেন তা নিয়ে ভাবনার অন্ত থাকে না।

সবাই চান তার বিয়ের সাজসজ্জা-পোশাকসহ আনুষ্ঠানিকতা যেন ভালোভাবে সম্পন্ন হয়। তবে ব্রাইডাল ব্যাগ কেনার বিষয়ে অনেকেই বেশি মাথা ঘামান না, যতটা চিন্তিত থাকে পোশাক, জুয়েলারি কিংবা জুতা নিয়ে!

বিয়ের দিন বেনারসি বা লেহেঙ্গার সঙ্গে ঠিক কেমন ঘরানার ব্যাগ হাতে নেবেন তা ঠিকঠাক করা উচিত আগে থেকেই। বিয়ের দিন এখন বড় ব্যাগ নেওয়ার চল একেবারেই নেই।

পোটলি, বটুয়া বা বক্স ক্লাচ এখন ট্রেন্ডি ব্রাইডাল ব্যাগ। জেনে নিন ঠিক কেমন ব্যাগ বিয়ের পোশাকের সঙ্গে মানানসই হবে-

বক্স ক্লাচ

বক্স ক্লাচ এখন ফ্যাশনে ইন। ছোট ছোট বক্স ক্লাচ জাস্ট একটা দারুণ স্মার্ট লুক এনে দেবে বিয়ের দিন। বেনারসি থেকে শুরু করে সব রকম সাজের সঙ্গেই ট্রাই করতে পারেন এই বক্স ক্লাচ।

অ্যামব্রোয়েডারি ব্যাগ

বিয়ের দিন সাদার উপর রঙিন সুতো দিয়ে কাজ করা ব্যাগ আপনি নিতে পারেন। তবে বিয়ের দিন এই ব্যাগ অতোটা ভালো না লাগলেও রিসেপশনে ক্লাসি লুকের সঙ্গে এ ধরনের ব্যাগ খুবই ভালো লাগবে।

ব্রোকেড পোটলি

লাল বেনারসির সঙ্গে লাল অথবা গোল্ডেন ব্রোকেডের পোটলি হাতে নিতে পারেন কনে। যদি ব্লাউজ কনট্রাস্ট কালারের পরেন, তাহলে ব্লাউজের কালারের ব্রোকেডের পোটলিও বেশ ভালো লাগবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন