কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


৮০০ ঘণ্টায় স্কুল বাসকে বাড়িতে রূপান্তর দম্পতির

একটি স্কুল বাসকে বিলাসবহুল বাড়িতে রূপান্তর করেছেন দম্পতি। এ জন্য তাদের ব্যয় করতে হয়েছে ৮০০ ঘণ্টা। খরচ হয়েছে ৩৫ হাজার পাউন্ড। এরপর সেখানে তারা জন্ম দিয়েছেন এক ছেলে সন্তান। খবর ডেইলি মেইলের। যুক্তরাজ্যের ব্রিস্টলের স্যাম ও রাচেল ডিক্স ৩৭/৮ ফুটের বাসটিকে নিউইয়র্ক থেকে সাউথাম্পটনে নিয়ে আসেন। পরে এটিকে সামারসেট কাউন্টির একটি খমারে নেওয়া হয়।

২০০৫ সালে হাইডপার্ক সেন্ট্রাল স্কুল বাসটি তৈরি করা হয়। আগে বাসটিতে ৭২ শিশু যাতায়াত করতে পারতো। অথচ এটি এখন দম্পতির সন্তানের জন্মস্থান। কারণ ওই দম্পতির জন্ম সনদে উল্লেখ করা হয়েছে আমেরিকান স্কুল বাস। ৩২ বছরের মিসেস ডিক্স বাসটির লেআউট ডিজাইন করেছিলেন। পরে ৩৩ বছর বয়সী ডিক্স এটি তৈরি করেন। রাচেল ডিক্স বলেন, আমেরিকান বাস কেনার বিষয়টি কিছুটা পাগলামি মনে হতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন