কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


২৫ কোটি ডলারে জামিন পেলেন এফটিএক্স প্রতিষ্ঠাতা

যুক্তরাষ্ট্রে ২৫ কোটি ডলারের মুচলেকার বিনিমিয়ে জামিন পেলেন সাবেক ‘এফটিএক্স’ প্রধান স্যাম ব্যাঙ্কম্যান-ফিড।

মামলা চলাকালীন বাবা-মা’র দায়িত্বে নিজ বাড়িতে আটক থাকবেন এই ৩০ বছর বয়সী সাবেক ধনকুবের। তবে, আদালতের শুনানি চলাকালীন নিজের দোষ স্বীকার বা অস্বীকার, কোনোটিই করেননি ফ্রিড।

এর আগে তিনি পুরো ক্রিপ্টো খাত নাড়িয়ে দেওয়া এইসব অভিযোগ অস্বীকার করেছিলেন।

“আমি জেনেশুনে কোনো প্রতারণা করিনি। আমি কখনও মিথ্যা বলেছি বলে আমার মনে পড়ে না। এর কিছুই ঘটাতে চাইনি আমি। আসলে আমি অতটা দক্ষ ছিলাম না, যতটা নিজেকে ভেবেছিলাম।” --১২ ডিসেম্বর বাহামা দ্বীপপুঞ্জ থেকে গ্রেপ্তার হওয়ার আগে বিবিসিকে বলেন তিনি।

বুধবার ব্যাঙ্কম্যান-ফিডের সবচেয়ে ঘনিষ্ঠ দুই সহকর্মী এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে তারা তদন্তে সহায়তা করছেন বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।

বিভিন্ন সম্পত্তি কেনার পাশাপাশি মিলিয়ন মিলিয়ন ডলার রাজনৈতিক অনুদান দিতে নিজস্ব ক্রিপ্টো ফার্ম ‘আলামেডা রিসার্চ’কে তহবিল দেওয়ায় ফ্রিডের বিরুদ্ধে বেআইনিভাবে গ্রাহকের সঞ্চয় অপব্যবহারের অভিযোগ তুলেছেন নিউ ইয়র্কের সরকারী আইনজীবীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন