কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাষ্ট্র মেরামতে নতুন কারিগরের আবির্ভাব?

সমকাল আবদুল মান্নান প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ১১:২০

বিএনপি এখন অনেকটা গভীর সমুদ্রে নাবিক ছাড়া জাহাজের মতো চলছে বললে ভুল হবে না। বছর দুই আগে হঠাৎ মনে হলো, তাদের অস্তিত্ব জানান দেওয়া দরকার। এ জন্য তারা বিভিন্ন রকমের সভা-সমাবেশ শুরু করে। সঙ্গে পায় নতুন প্রজন্মের কিছু পাকিস্তানপন্থি বুদ্ধিজীবী আর মিডিয়া। তাদের সেই কর্মসূচি শুরু হয় এক দফা দিয়ে- শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না; হতে হবে দেশের সর্বোচ্চ আদালত যা বাতিল করা দিয়েছেন, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। একই সঙ্গে সংসদ ভেঙে দিতে হবে।


তারপর যোগ হলো, নির্বাচন কমিশন বাতিল করতে হবে। গত ১০ ডিসেম্বর দলটি ঢাকার গোলাপবাগ মাঠে সমাবেশ করে ১০ দফা ঘোষণা করল। এর আগে বিএনপির এক বড় নেতা আমান উল্লাহ আমান ঘোষণা দিয়েছিলেন- ১০ তারিখের পর খালেদা জিয়া দেশ পরিচালনা করবেন আর তারেক জিয়া দেশে ফিরে দেশের দায়িত্ব নেবেন। ১০ তারিখের সমাবেশে অনেকেই এসেছিলেন খালেদা জিয়া আর তারেক রহমানকে দেখার জন্য। সেদিন সেই সমাবেশের বেশিরভাগই হতাশ হয়ে বাড়ি ফিরেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও