কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মেসিকে কাতারি পোশাক পরতে হয়েছিল কেন?

লিওনেল মেসির তখন তর সইছিল না! আরাধ্য শিরোপাটা সামনে, সব আয়োজনও ফুরিয়েছে, কিন্তু শিরোপা আকাশে উঁচিয়ে ধরার ফুরসত যেন আসতে দেরি। অপেক্ষার শেষে মঞ্চে উঠলেন ঠিকই, তাকে কিছু একটা বলে থামালেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এরপর চ্যাম্পিয়ন অধিনায়ককে পরানো হল কাতারি ঐতিহ্যবাহী পোশাক ‘বিশত’।

আর্জেন্টিনা অধিনায়কের চোখে-মুখে তখন চ্যাম্পিয়ন হওয়ার স্নিগ্ধ হাসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গায়ে জড়িয়ে দিলেন কালো কাপড় ও সোনালী পাড়ের ‘বিশত’। অত্যন্ত সম্মানের পোশাক পরে মেসিও হাসলেন চওড়া হাসি। কিন্তু ট্রফি তুলে ধরার আগে কেন আর্জেন্টিনা জার্সি কাতারি পোশাকে ঢাকতে হল, তুঙ্গে এখন সেই আলোচনা।

পক্ষে-বিপক্ষে নানা জনের নানান মত। অনেকের মতে, বড় সম্মানে ভূষিত হয়েছেন মেসি— এটি দোষের কিছু না। কিন্তু সাবেক ইংলিশ ফুটবলার ও উপস্থাপক গ্যারি লিনেকার জার্সি ঢাকতে হওয়ার বিষয়টিকে দেখছেন লজ্জার হিসেবে।

‘এটা খুব লজ্জার। তারা মেসির আর্জেন্টিনা জার্সি ঢেকে দিয়েছে।’ একই সুর তুলেছেন আলবিসেলেস্তেদের সাবেক তারকা পাবলো জাবালেতাও, ‘জার্সি পরানো কেন, কেন? এটার কোনো কারণ নেই।’

কাতারে ‘বিশত’ সাধারণত তাদেরই পরানো হয়, যারা খুব খুব স্পেশাল কিছু করে ফেলেছেন। স্নায়ুচাপী ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারানোর মধ্য দিয়ে ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়েছেন মেসি। তার স্পেশাল মুহূর্তকে আরও দুর্দান্ত করতেই পোশাকটি পরায় কাতার। এটি সাধারণত উচ্চবিত্ত পরিবার, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মগুরুদের পরানো হয়। হাতে তৈরি পোশাকটি কাতারের অন্যতম সম্মানের প্রতীক হিসেবেও স্বীকৃত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন