কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পর্বতের মূষিক প্রসব

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ নিয়ে সৃষ্ট শঙ্কার আপাত অবসান ঘটেছে। বিরোধী দল ও ক্ষমতাসীন দল- দুই পক্ষের সাজ সাজ রব অনেকের মনেই আতঙ্ক সৃষ্টি করেছিল। ১০ ডিসেম্বর ঢাকায় কী ঘটবে- এ নিয়ে জল্পনা-কল্পনার অন্ত ছিল না। দেশ আরেকটি রাজনৈতিক দুর্বিপাকে পড়তে যাচ্ছে কিনা- এ নিয়ে উৎকণ্ঠিত ছিলেন সবাই। সে রকম কিছু শেষ পর্যন্ত ঘটেনি। কিন্তু কর্মসূচি ঘিরে দুটি মূল্যবান প্রাণ ঝরে গেছে।

বিএনপি সারাদেশে ৯টি সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হলেও ঢাকার কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হবে কিনা, তা নিয়ে সংশয়-শঙ্কা ছিল উদ্ভূত পরিস্থিতির কারণেই। সমাবেশের স্থান নিয়ে বিএনপি ও সরকার কার্যত মুখোমুখি দাঁড়িয়েছিল। ৭ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘটিত সহিংস ঘটনায় একজন নিরীহ মানুষ নিহত এবং বেশ কয়েকজন আহত হন। পরে বিএনপি নিহত মকবুলকে তাদের দলের কর্মী বলে দাবি করেছে। পুলিশ গ্রেপ্তার করে কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, রিজভী আহমেদ, খায়রুল কবীর খোকনসহ চার শতাধিক নেতাকর্মীকে। যদিও গ্রেপ্তারের পরদিনই আমান উল্লাহ আমান জামিন পেয়ে বেরিয়ে আসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন