কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মুক্তিযুদ্ধের চেতনা ও মানবাধিকার অচ্ছেদ্য বাঁধনে বাঁধা

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র (ইউডিএইচআর) গৃহীত হয়। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস রূপে পালিত হচ্ছে। সে হিসাবে এবার ৭৫তম মানবাধিকার দিবস।

মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে মানুষের অবিভাজ্য ও অবিচ্ছেদ্য অধিকারের অঙ্গীকার করা হয়েছে। এই অধিকারগুলো বাস্তবায়নে কোনো বলবৎকরণ ব্যবস্থা (এনফোর্সমেন্ট মেকানিজম) রাখা হয়নি। এ জন্য একে 'সফট' আন্তর্জাতিক আইন বলা হয়। তবে ১৯৬৬ সালে গৃহীত ইন্টারন্যাশনাল কভিন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস-আইসিসিপিআর এবং ইন্টারন্যাশনাল কভিন্যান্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস-আইসিইএসসিআরে বলবৎকরণের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। যদিও এই ব্যবস্থা কতটা কার্যকরী, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন