কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


৮ বছরের আগে ব্যাংকের শীর্ষ কর্তাদের গাড়ি বদল নয়

ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের ব্যবহারের জন্য কেনা গাড়ি এখন থেকে আট বছরের আগে বদলানো বা প্রতিস্থাপন করা যাবে না; এতদিন যে সময়সীমা ছিল পাঁচ বছর।

বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের চলমান বিভিন্ন পদক্ষেপর অংশ হিসেবে এমন নিয়ম বেঁধে দিয়ে বুধবার সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনায় বলা হয়েছে, ‘‘ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের সার্বক্ষণিক গাড়িসহ ব্যাংকের অন্যান্য কাজে ব্যবহারে ক্রয়কৃত গাড়ির ন্যূনতম আট বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে।’’

২০১৯ সালে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছিল, ব্যাংকের গাড়ি অন্তত ৫ বছর ব্যবহারের পর প্রতিস্থাপন করা যাবে।

প্রতি বছরে ২০ শতাংশ অবচয় ধরে ৫ বছর পরে গাড়ি বদলানোর সুযোগ রাখা হয়েছিল। এজন্য বার্ষিক প্রতিবেদনে নিরীক্ষার মাধ্যমে গাড়ির অবচয় হিসাব করা হত।

এখন সরকারি পর্যায়ে গাড়ির আয়ুষ্কাল পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর করার সিদ্ধান্তের পর তা অনুসরণে বাংলাদেশ ব্যাংকও এমন সিদ্ধান্ত জানাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন