কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আওয়ামী লীগই তাহলে বিএনপিকে চালায়?

প্রধান বিরোধী দল বিএনপির ১০ ডিসেম্বর আহূত ঢাকা সমাবেশ ঘিরে আওয়ামী লীগের 'খেলা হবে, খেলা হবে' ডঙ্কা নিনাদের মধ্যেই আরেক ডঙ্কা ফাটিয়েছেন দলটির অন্যতম সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। গত ২৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ক্ষমতাসীন দলের এই কেন্দ্রীয় নেতা বলেছেন, 'বিএনপিকে চালায় আওয়ামী লীগই।' তিনি আরও বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালান, বিশ্ব রাজনীতি করেন। আবার মাঝেমধ্যে বিএনপিকেও চালান।' (বাংলা ট্রিবিউন, ২৭ নভেম্বর ২০২২)।

ক্ষমতাসীন দলের একজন সাংগঠনিক সম্পাদকের এহেন বক্তব্য অনিবার্যভাবেই স্মরণে নিয়ে এলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ মহাকাব্যের কাহিনি। কোনো এক সময়ে রাজর্ষি দশরথ রানী কৈকেয়ী দেবীর কাছে এই মর্মে প্রতিজ্ঞা করেছিলেন- তাঁর গর্ভজাত পুত্র ভরতকেই যুবরাজ পদে অভিষিক্ত করবেন। কালক্রমে রাজা তাঁর প্রতিজ্ঞা বিস্মৃত হয়ে কৌশল্যানন্দন রামচন্দ্রকে যুবরাজ করার ইচ্ছা প্রকাশ করেন। কৈকেয়ী দেবী দাসী মন্থরার মুখে এ সংবাদ পেয়ে রাজসমীপে এক পত্র প্রেরণ করেন, যার শুরুটাই ছিল এমন- 'একি কথা শুনি আজ মন্থরার মুখে/ রঘুরাজ?' (দশরথের প্রতি কৈকেয়ী, মেঘনাদবধ কাব্য, চতুর্থ সর্গ)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন