কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নকল আইফোন চেনার উপায়

স্মার্টফোন জগতে আইফোনের অবস্থান যে একেবারেই শুরুতে তা নিয়ে দ্বিমত নেই কারওই। একেবারে শুরু থেকেই এটি বাজারে এবং ক্রেতার পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে। কিডনি বেচেই হোক আর বাড়ির জমি বেচে আইফোন কিনতেই হবে। এমন মিমের কথা অনেকেই শুনে থাকেন। তবে এর আসল কারণ হচ্ছে আইফোনের দাম নিয়েই আসলে বিপত্তি।

আমাদের দেশের প্রেক্ষাপটে নতুন আইফোন এর বাজারমূল্য থাকে অনেক বেশি। সেক্ষেত্রে ব্যবহৃত আইফোন কেনার সিদ্ধান্ত নিতে গিয়ে পকেটের সঙ্গে যুদ্ধ করতে হয় রীতিমতো। তারপর যদি সাধের আইফোন কেনার পর জানা যায় সেটি নকল তাহলে তো দুঃখের সীমা থাকবে না। তাই কেনার আগেই দেখে নিন আইফোনটি নকল কি না।

খুব সহজ কিছু উপায়ে বের করতে পারবেন আইফোনটি নকল নাকি আসল। চলিউন দেখে নেওয়া যাক কিছু টিপস-

>> প্রথমেই আইফোনের প্যাকেজিং ভালোভাবে চেক করুন। আইফোনের বাক্সেই মডেল নম্বর, সিরিয়াল নম্বর, IMEI নম্বর পাবেন। এবার আইফোনের জেনারেল > অ্যাবাউট অপশনে গিয়ে ফোনের মডেল নম্বর, সিরিয়াল নম্বর, IMEI নম্বর ইত্যাদি মিলিয়ে নিন। যদি না মেলে, তাহলে ধরে নিতে হবে আইফোনটি নকল ছিল।

>> আইফোনের লোগোটি ভালোআবে পরীক্ষা করুন। নকল লোগো চেনার উপায় হচ্ছে এটি হাত দিয়ে ঘষে পরীক্ষা করা। অ্যাপল লোগোতে হাত দিলে কখনো এমনটা মনে হবে না যে, সেটা উঠে আসছে বা তাতে কোনো টেক্সচার রয়েছে। যদি আপনার কেনা আইফোনের লোগোতে হাত দিয়ে এমনটা অনুভব হয় তাহলে বুঝে নিন এটি নকল।

>> নকল আইফোন চেনার আরও একটি উপায় হচ্ছে এর সিরিয়াল নম্বর দেখা। সিরিয়াল নম্বর চেক করতে আপনাকে checkcoverage.apple.com এই লিঙ্কে ক্লিক করুন। অ্যাপলের ওয়ারান্টি স্টেটাস ওয়েবসাইটে আপনার কেনা আইফোনের সিরিয়াল নম্বর এন্টার করলেই মডেল, ওয়ারান্টি পিরিয়ড, সাপোর্ট স্টেটাসসহ ফোন সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন। যদি না পান তাহলে বুঝতে হবে এটি নকল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন