কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি ও বাস্তবতা

সম্প্রতি সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি-বিএসএফ ঐকমত্য প্রতিষ্ঠার সংবাদ প্রকাশিত হয়েছে। ভারতের কলকাতায় চার দিনব্যাপী (১৩-১৬ নভেম্বর) অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফ আঞ্চলিক কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলনে তারা এই ঐকমত্যে পৌঁছে। পরিহাসের বিষয়, ওই সম্মেলন চলাকালেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশের কৃষক হত্যার ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১৩ নভেম্বর ফেনীর বাঁশপদুয়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অংশে ধান কাটছিলেন কৃষক মেজবাহ উদ্দিন। এ সময় বিএসএফ ওই সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে এবং মেজবাহ উদ্দিনকে আটক করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন পরপর তিনবার বিজিবি ও বিএসএফের সঙ্গে দ্বিপক্ষীয় পতাকা বৈঠক হয়। কিন্তু মেজবাহ উদ্দিনকে ধরে নেওয়ার বিষয়টি বিএসএফ অস্বীকার করে। অবশেষে বাংলাদেশের সীমান্তের মধ্যে ধান কাটতে থাকা কৃষককে বিএসএফ ধরে নেওয়ার তিন দিন পর সীমান্তে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন