কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কিশোরতরুণদের গেইম আসক্তি কমার দাবি চীনের

কঠোর পদক্ষেপ কাঙ্ক্ষিত ফল দিয়েছে! চীনের কিশোরতরুণদের ফেরানো সম্ভব হয়েছে গেইমিং আসক্তির করাল গ্রাস থেকে! - অনেকটা এমন বক্তব্যই উঠে এসেছে চীনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে।

গবেষণার বরাতে এই দাবি এসেছে চীনের গেইমিং নিয়ন্ত্রক সরকারি সংস্থার অধীন ‘চায়না গেইম ইন্ডাস্ট্রি গ্রুপ কমিটি’ থেকে।

দেশটির সরকারি কর্মকর্তারা এক সময় ভিডিও গেইমকে “আধ্যাত্মিক আফিম” বলে আখ্যায়িত করেছিলেন। নতুন এই উদঘাটনে দেশের কঠোর গেইমিং বিধিনিষেধের কঠোরতা খানিকটা কমিয়ে আনতে পারে বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।

চীনে ২০২১ সালের আগস্ট মাস থেকে আইন করে শিশুদের সপ্তাহে তিন ঘণ্টার বেশি সময় ধরে গেইমিং নিষিদ্ধ করা হয়েছে।

অসাধারণ ফলাফল

এই ডণ্ডাবেড়ি এসে পড়েছে গোটা গেইমিং সেক্টরেই। নতুন টাইটেলের গেইমের জন্য সরকারী অনুমোদনের বাধ্যবাধকতা আরোপের ফলে চীনে গোটা গেইমিং শিল্পই পড়েছে হিমঘরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন