কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভূরাজনীতির ছায়ায় নেপালে নতুন নির্বাচন

আশপাশের দেশগুলোয় নির্বিঘ্ন জাতীয় নির্বাচন হচ্ছে, এটা বাংলাদেশের নাগরিকদের জন্য দীর্ঘশ্বাসের কারণ হতে পারে। কিন্তু এটাই বাস্তবতা যে নেপালেও আরেক দফা নির্বাচন হচ্ছে আজ। নতুন নির্বাচনের তোড়জোড় চলছে পাকিস্তান ও ভারতেও।

অনন্য এক নির্বাচনী ব্যবস্থা
নেপালের নির্বাচনী ব্যবস্থা সম্ভবত দক্ষিণ এশিয়ায় তুলনামূলক সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যপূর্ণ। সেখানে জাতীয় পার্লামেন্টের পাশাপাশি প্রদেশগুলোর জনপ্রতিনিধি সভাও সরাসরি ভোটে গঠিত হয়। এবারও দুটো ভোট একসঙ্গেই হচ্ছে।

জাতীয় ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের সদস্যসংখ্যা ২৭৫। এর ভেতর ১৬৫ জন (৬০ শতাংশ) সরাসরি ভোটে নির্বাচিত হবেন। বাকি ১১০ জন (৪০ শতাংশ) দলগুলোকে দেওয়া হবে তাদের সর্বমোট প্রাপ্ত ভোটের আনুপাতিক হিস্যা অনুযায়ী। নিজ নিজ প্রার্থী মনোনয়নের সময় দলগুলোর জন্য নারী, দলিত, আদিবাসীসহ অনেক জনগোষ্ঠীকে মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতা আছে। যেমন দলগুলোর জনপ্রতিনিধিদের ভেতর এক-তৃতীয়াংশ নারী থাকতে হয়। তবে প্রভাবশালী রাজনীতিবিদদের নিকটাত্মীয় অনেক নারীও এ রকম নারী কোটায় এমপি হতে চাইছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন