কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অনর ৮০ প্রোতে ১৬০ মেগাপিক্সেল ক্যামেরাই থাকবে

প্রযুক্তির উত্কর্ষের যুগে স্মার্টফোনে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমানে গ্রাহক চাহিদার শীর্ষে। সেদিক থেকে উৎপাদনকারীরা বর্তমানে ২০০ মেগাপিক্সেলে ঝুঁকছে। তবে এর মাঝে কিছু ব্যতিক্রমও রয়েছে। গুঞ্জন রয়েছে অনর ৮০ প্রো প্লাসে ১৬০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। সম্প্রতি অনর থেকেও ৮০ প্রো ডিভাইসেও সেন্সরটি ব্যবহারের কথা নিশ্চিত করা হয়েছে। খবর গিজচায়না।

চীনের বাজারে ২৩ নভেম্বর অনর ৮০ সিরিজ উন্মোচন করা হবে। ব্র্যান্ডটি ভ্যানিলা, এসই, প্রো ও প্রো প্লাস মডেলগুলো ঘোষণা করবে। এগুলোর মধ্যে অনর ৮০ প্রো প্লাস নেতৃস্থানীয় পর্যায়ে থাকলেও স্ট্যান্ডার্ড প্রো ভার্সনগুলোও বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা সংশ্লিষ্টদের।

উইবোতে দেয়া এক পোস্টে স্মার্টফোনের বৈশিষ্ট্য নিশ্চিত করেছে হুয়াওয়ে। সেখানে অনর ৮০ প্রোতে সেন্টার অ্যালাইনড বা ডিভাইসের মাঝামাঝি অবস্থানে ডুয়াল ক্যামেরা সেটআপ সম্পর্কে জানা গিয়েছে। ১৬০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহারের বিষয়টি পরিষ্কার হলেও রিয়ারের ক্যামেরাসংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়, প্রো প্লাস ভ্যারিয়েন্টে একই ধরনের ডুয়াল নচ ব্যবহার করা হবে। সেই সঙ্গে এ ডিভাইসে ৫০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন