কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিরল যে পাখির দেখা মিলল ১৪০ বছর পর

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৮:৪১

প্রায় ১৪০ বছর পর আবার বিরল ব্ল্যাক-নেপড ফেজ্যান্ট পিজিয়ন পাখির দেখা পেলেন বিজ্ঞানীরা। এক মাস অনুসন্ধানের পর পাপুয়া নিউ গিনির এক ছোট দ্বীপের গহিন জঙ্গলে এই পাখিটির ছবি তুলতে সক্ষম হয়েছেন একদল গবেষক। বিরল পাখিটির সন্ধান পাওয়া ছিল রীতিমতো এক বিশাল যজ্ঞ। অগুনতি স্থানীয় বাসিন্দার সঙ্গে আলাপ করতে হয়েছে গবেষকদের।


এরপর ২০টি গোপন ক্যামেরা বসিয়ে অপেক্ষা করতে হয় দিনের পর দিন। এমনকি জলদস্যুদের বিপক্ষেও লড়তে হয়েছে বিজ্ঞানীদের।    অভিযানের সহ-প্রধান জন মিটারমেয়ার বলেন, ‘এই পাখি দেখতে পাওয়া ছিল একটি ইউনিকর্ন (পৌরাণিক শিংওয়ালা স্বর্গীয় ঘোড়া) খুঁজে পাওয়ার মতো। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও