কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপ সামনে রেখে কাতারে মাদক পাচারের হিড়িক

ফিফা বিশ্বকাপ-২০২২ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। তার আগেই যেন কাতারে অবৈধ নেশাদ্রব্য পাচারের হিড়িক পড়ে গেছে। বিভিন্নভাবে লুকিয়ে উপসাগরীয় দেশটিতে মাদকদ্রব্য পৌঁছানোর চেষ্টা করছে চোরাকারবারিরা। এরই মধ্যে এ ধরনের কয়েকটি চালান ধরাও পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। মঙ্গলবার (১৫ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা জানিয়েছে, হামাদ বন্দর দিয়ে জর্দা জাতীয় অবৈধ তামাক পাচারের একটি প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে কাতারের সামুদ্রিক শুল্ক বিভাগ।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্যসামগ্রীর একটি চালানের ভেতর অবৈধ মাদক রয়েছে সন্দেহে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১ হাজার ৩৩৮ ব্যাগ তামাক উদ্ধার করা হয়। জব্দ করা নিষিদ্ধ দ্রব্যগুলোর মোট ওজন প্রায় ১ হাজার ৬৭২ কিলোগ্রাম। কয়েকদিন আগে হামাদ বন্দর কাস্টমস কর্তৃপক্ষ নারকেল ও লেবুর ভেতর লুকানো একই ধরনের মাদকের আরেকটি চালান জব্দ করেছিল। আরও পড়ুন>> ফুটবলের বাইরেও বিশাল আয়োজন কাতারে জানা যায়, কাতারে অবৈধ দ্রব্য শনাক্ত করতে কাস্টমস কর্মকর্তাদের সর্বাধুনিক যন্ত্রসহ সবধরনের সহায়তা দেওয়া হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন