কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অর্থনৈতিক উত্তরণ

www.ajkerpatrika.com রহমান মৃধা প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ১৬:৪১

টাকা আছে, ব্যবহার নেই। দেহ আছে, মন নেই। জায়গা আছে, যাওয়ার ব্যবস্থা নেই। বন্ধু আছে, দেখা নেই। পা আছে, চলন নেই। মাথা আছে, তাতে আবার ঘিলু নেই! কী হবে এখন বাক্সভরা টাকা, সোনা, গয়না, বিশাল বসতবাড়ি এবং গাড়ি দিয়ে, যদি তা মন খুলে ব্যবহারই করতে না পারলাম? দুই বছর আগে করোনা মহামারি যখন মারাত্মক রূপ ধারণ করে, তখন প্রায়ই এমনটি মনে হয়েছে। মনে হয়েছে পৃথিবী হঠাৎ থেমে গেছে। মনে হয়েছে খুব তাড়াতাড়িই সব শেষ হয়ে যাবে।


ইন্ডাস্ট্রিগুলো একের পর এক বন্ধ হয়েছে তখন। রেস্টুরেন্টে কোনো লোক ছিল না, ট্যুরিস্টদের আনাগোনা ছিল বন্ধ। বয়স্ক লোকদের ঘরের বাইরে দেখা যায়নি। সব থাকতেও কোথাও কেউ নেই, কিছু নেই। মনে হতো, সবাই বেঁচে মরে আছি। কিন্তু কেন এমনটি হয়েছিল?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও