কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আইএমএফের ঋণ: দুয়ার খুলবে আরও বিদেশি অর্থায়নের

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ পেতে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ; যা অর্থনীতির চলমান চাপ সামলাতে সহায়তার পাশাপাশি বিদেশি অন্যান্য সংস্থার কাছ থেকে ‍নিকট ভবিষ্যতে আরও অর্থায়ন পাওয়ার সুযোগকে প্রশস্ত করবে বলে ভাবা হচ্ছে।

তবে এক দশকের বেশি সময় পর আবার এ আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার দারস্থ হওয়ার সূত্র ধরে তাদের পরামর্শ এবং কিছুক্ষেত্রে শর্ত মেনে আর্থিক খাতসহ বিভিন্ন খাতের সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে বাংলাদেশকে।

ঋণ নিয়ে প্রাথমিক সমঝোতার কথা জানিয়ে বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সংবাদ সম্মেলনেও তেমনটা ইঙ্গিত দিয়েছেন। সরকার এসব বিষয়ে আগে থেকেই পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

‘‘আইএমএফ  যে শর্তের কথা বলেছে, সেই শর্ত নিয়ে আমরা আগেই কাজ করছিলাম। আমরা ব্যাংক কোম্পানি আইন সংশোধন নিয়ে কাজ করছি। ভ্যাট আইন বাস্তবায়ন দেরিতে হলেও হচ্ছে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের প্রক্রিয়া চলছে,’’ বলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন