কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আইসিসির হল অব ফেমে চন্দরপল, এডওয়ার্ডস, কাদির

প্রথম আলো প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ১৮:০৮

আইসিসির হল অব ফেমে যুক্ত করা হয়েছে শিবনারায়ণ চন্দরপল, শার্লট এডওয়ার্ডস ও আবদুল কাদিরকে। হল অব ফেমে যথাক্রমে ১০৭, ১০৮ ও ১০৯তম ব্যক্তি হলেন তাঁরা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তিনজনকে যুক্ত করার খবর জানিয়েছে আইসিসি। সিডনিতে আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আগে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে স্মারক তুলে দেওয়া হবে।


ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান চন্দরপল বিখ্যাত ছিলেন তাঁর আন-অর্থোডক্স ব্যাটিং স্ট্যান্স ও টেকনিকের কারণে। ১৯ বছর বয়সে অভিষেকের পর চন্দরপলের আন্তর্জাতিক ক্যারিয়ার বিস্তৃত হয়েছে প্রায় ২১ বছর। এর মধ্যে ৩০টি টেস্ট সেঞ্চুরিসহ দ্বিতীয় ক্যারিবীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান করেছেন এ বাঁহাতি। এ সংস্করণে ৫১.৩৭ গড়ে ১১৮৬৭ রান করেছেন চন্দরপল, ওয়ানডেতেও ৮৭৭৮ রান আছে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে চন্দরপলের চেয়ে বেশি রান আছে মাত্র নয়জনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও