কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রাজনীতি কোনো তামাশা নয়

মানুষ রাজনীতি করে মানুষের জন্য। একেক দলের আলাদা আলাদা আদর্শ, আলাদা লক্ষ্য, আলাদা উদ্দেশ্য। কাছাকাছি আদর্শের দল কখনো কখনো জোট বাঁধে, আবার সে জোট ভেঙেও যায়। তবে সব রাজনৈতিক দলেরই মূল লক্ষ্য জনগণের সেবা করা, নিজ নিজ আদর্শের পক্ষে জনগণের সমর্থন আদায় করা। কিন্তু বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলেরই মূল লক্ষ্যের ব্যাপারে কোনো খেয়াল নেই, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে এখন রাজনৈতিক দল আছে কয়েকশো। এর মধ্যে ৩৯টি নির্বাচন কমিশনে নিবন্ধিত।

কিন্তু নিবন্ধিত দলগুলোর কয়টির সঙ্গে জনগণের সম্পর্ক আছে? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং নিবন্ধন না থাকা জামায়াতে ইসলামীর নির্দিষ্ট ভোট আছে। এর বাইরে আরও গোটা দশেক দলের অল্প-স্বল্প হলেও ভোট আছে। কিছু পরিচিত বাম দল আছে, জনগণ যাদের ভালো জানে, কিন্তু ভোট দেয় না। কয়েকটি ইসলামী দলের জলসায় মানুষ আসলেও ভোটের বাক্স থাকে মরুভূমি। নিবন্ধিত বাকি দলগুলোর সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই। সাধারণ জনগণ এদের নামও জানে না। জনগণ নাম না জানলেও তাদের রাজনীতি করার খায়েশ আছে ষোলোআনা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন