কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সঠিক সেরাম নির্বাচনের উপায়

রূপচর্চায় সেরামের ব্যবহার নতুন নয়। তবে ত্বক উপযোগী সেরাম বাছাই করতে কিছু বিষয় খেয়াল রাখা দরকার।

ত্বকের যত্নে সেরাম দ্রুত কাজ করে। এর উপাদানগুলো ঘনীভূত ও সক্রিয় অবস্থায় থাকে। ত্বক পরিচর্যার শেষ ধাপ অর্থাৎ ময়েশ্চারাইজার ব্যবহারের আগে ব্যবহার করতে হবে।  

নিয়মিত ব্যবহারে ত্বকের মলিনতা, পিগ্মেন্টেইশন, ব্রণের দাগ, ব্ল্যাক হেডস, উন্মুক্ত লোমকূপ, বয়সের ছাপ এবং অন্যান্য সমস্যা দূর করতে সহায়তা করে।

বিভিন্ন ধরনের সেরাম হয়ে থাকে। ভালো ফলাফলের জন্য নিজের প্রয়োজন বুঝে সেরাম ব্যবহার করা উচিত বলে জানান ভারতের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. বনশ্রি দেবদা।

চেন্নাই’য়ের এই চিকিৎসক টাইমসঅফইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই বিষয়ে কিছু পরামর্শও দিয়েছেন।

আর্বান কোম্পানি চেন্নাই’য়ের সিটি হেড ত্বক বিশেষজ্ঞ বনশ্রী দেবদা ত্বকের জন্য মানানসই সেরাম বাছার করার উপায় সম্পর্কে জানান টাইমস অভ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন