কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দল নিবন্ধনের নামে তামাশা?

রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে বহুদিন ধরেই একটি কৌতুক চালু আছে; এখানে দু'জন মানুষ একসঙ্গে হতে পারলেই একজন সভাপতি আরেকজন সাধারণ সম্পাদক হয়ে একটি দল ঘোষণা করে দিতে পারেন। শুধু তাই নয়, এ দু'জন কিছুদিন বাদেই পরস্পর থেকে আলাদা হয়ে দুটি স্বতন্ত্র দল বানিয়ে ফেলতে পারেন। আবার এ দুটি দল মিলে একটি রাজনৈতিক জোটও গঠন করতে পারেন। ফলে দু'জনের উদ্যোগে কার্যত হয়ে গেল তিনটি রাজনৈতিক দল বা মঞ্চ। রাজনৈতিক দলের এমন বাম্পার ফলন আর কোথাও হয় কিনা জানি না, তবে বাংলাদেশ এদিক থেকে উর্বর ভূমি। চলতি বছর নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনপ্রত্যাশী দলের শুধু সংখ্যার দিকে তাকালেও আলোচ্য কৌতুকটির সার্থক রূপায়ণ মেলে।

বহুল আলোচিত 'ওয়ান ইলেভেন' সরকারের পর থেকে প্রতিটি জাতীয় নির্বাচনের আগে ইসি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের উদ্যোগ নেয়। রোববার ছিল এই দফার জন্য আবেদনের শেষ দিন। সোমবার সমকাল অনলাইন ইসির বরাত দিয়ে জানিয়েছে, এ বছর ৯৮টি দল নিবন্ধন চেয়েছে। যদিও সংখ্যাটি ২০০৮ সালের চেয়ে বেশি নয়। ওই বছর ১২৬টি দল নিবন্ধন চেয়েছিল। তারপরও সময় বিবেচনায় নিবন্ধনপ্রত্যাশী দলের সংখ্যাটি অস্বাভাবিকই লাগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন