কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বৃহত্তম যুদ্ধবিমান মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের অন্যতম বৃহত্তম যৌথ যুদ্ধবিমান মহড়া ‘ভিজিল্যান্ট স্ট্রম’ শুরু করেছে।

সোমবার শুরু হওয়া এ মহড়ায় উভয়পক্ষের প্রায় ২৪০টি যুদ্ধবিমান অংশ নিচ্ছে, চলবে শুক্রবার পর্যন্ত।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিমানগুলো ২৪ ঘণ্টা ধরে বিমান হামলার মহড়া চালাবে।

আর মহড়ার এ পাঁচ দিনজুড়ে বিমানগুলো প্রায় ১৬০০ দফা আক্রমণ পরিচালনা অনুশীলন করবে বলে গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।

বার্ষিক এ মহড়ায় এবারই সবচেয়ে বেশি সংখ্যক মিশন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এ অনুশীলনকে উত্তর কোরিয়ায় হামলা চালানোর মহড়া আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। এটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওয়াশিংটন ও সিউলের শত্রুতামূলক নীতির প্রমাণ বলে দাবি করেছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন