কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতা থেকে সিনেমা

জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ নিয়ে শুরু হতে যাচ্ছে সিনেমা। ‘বক’ নামের এই সিনেমার শুটিং শুরু হবে আগামী ২৮ ডিসেম্বরে। সিনেমাটি নির্মাণ করবেন মাসুদ পথিক। ‘বক’ নামের এই সিনেমার চূড়ান্ত প্রি-প্রোডাকশনের মধ্যেই যুক্ত হলো কবি নির্মলেন্দু গুণের নাম। তাঁর কবিতা দিয়েও হবে আরেকটি সিনেমা। বিষয়টা একটু খোলাসা করা যাক।

দীর্ঘদিন ধরেই পরিচালক মাসুদ পথিক জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতা নিয়ে গল্প ভাবছিলেন। একসময় গল্প চূড়ান্ত হয়। নির্ধারিত হয় শুটিংয়ের শিডিউল। চূড়ান্ত হয় অভিনয়শিল্পী হিসেবে একঝাঁক নতুন মুখ। শুটিংয়ে যাওয়ার আগেই এই পরিচালক ভেবে বসেন আরেকটি গল্প। কবিতা নিয়ে আলাদা আরেকটি সিনেমা। সেই গল্প নির্মলেন্দু গুণ একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। পরিচালক জানান, দুটি কবিতার মধ্যে অন্য রকম দর্শন রয়েছে। তিনি মনে করেন, কখনো কবিতার মূল বিষয় রূপকে ধরা দেয়, কখনো দর্শকদের জীবনবোধ নিয়ে নতুন করে ভাবায় কবিতা। বাংলা ভাষায় এমন অনেক কবিতা রয়েছে। এই কবিতার ভাববস্তু দর্শকদের মধ্যে তুলে ধরতেই একসঙ্গে জীবনানন্দ দাশ ও নির্মলেন্দু গুণের কবিতা নিয়ে কাজ করছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন