কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অটোরিকশায় চেপে বিশ্বের সবচেয়ে উঁচু সড়কে যাত্রা

চারপাশে বরফে আবৃত উঁচু পর্বত; মাঝ দিয়ে এঁকেবেঁকে গেছে সর্পিল পাকা সড়ক। ভারতের এ পথে ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। শীত মৌসুমে বড় একটা সময় বরফে ঢেকে থাকে সড়কটি। চালক দক্ষ না হলে বছরজুড়ে এ সড়কে যান চালানো বেশ কঠিন। বিপৎসংকুল এই সড়কেই অটোরিকশায় চেপে পাড়ি দিয়েছেন চার অভিযাত্রী। বিশ্ব রেকর্ড গড়তে ঝুঁকিপূর্ণ এই বিচিত্র কাণ্ড ঘটিয়েছেন তাঁরা। খবর ইউপিআইয়ের

লাদাখের চিশুমলে-দেমচক সড়কের কথা এটি। এ সড়ক ধরে যেতে ‘উমলিং লা পাস’ পার হতে হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়ক। সড়কটির সবচেয়ে উঁচু স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ফুটের বেশি ওপরে অবস্থিত। এই সড়কেই কিনা অটোরিকশায় চেপে পাড়ি দেওয়ার অবিশ্বাস্য ঘটনা ঘটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন