কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমরা ক্ষতিকর কনটেন্টের বিষয়ে সতর্ক আছি: ফেসবুক

বাংলা ট্রিবিউন বাংলাদেশ সচিবালয় প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১৭:২৩

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে ফেসবুকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফেসবুক কর্তৃপক্ষ মন্ত্রীকে বলেছে, আমরা ক্ষতিকর কনটেন্টের বিষয়ে সতর্ক আছি।


মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে মন্ত্রীর সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের এই বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে আলোচনা হয়, ড্রয়িং রুমের আলোচনার মতোই ফেসবুক মানুষের অনুভূতি প্রকাশের অন্যতম মাধ‌্যম। পাশাপাশি কোনও কোনও ক্ষেত্রে মিথ‌্যা তথ‌্য পরিবেশন ও গুজব ছড়ানোসহ এটির অপব‌্যবহার ভয়ংকর অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। মন্ত্রী অস্থিতিশীল পরিস্থিতি সমাজ কিংবা রাষ্ট্রই নয়, এটি ফেসবুকের জন‌্যও একটি বড় চ‌্যালেঞ্জ বলে উল্লেখ করেন। তিনি এই চ‌্যালেঞ্জ মোকাবিলায় ফেসবুককে আরও কার্যকর উদ‌্যোগ নেওয়ার আহ্বান জানান। ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাজ রশীদ দিয়া মন্ত্রীর সঙ্গে এই বৈঠক করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও