কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মরসুমি সর্দি-কাশিতে কাহিল হয়ে পড়েছেন? ঘরোয়া ৫ টোটকায় ভরসা রাখলেই হবে মুশকিল আসান

কিছুতেই ছন্দে ফিরছে না মহানগরের আবহাওয়া! সঙ্গে আমজনতার স্বাস্থ্যও। রাস্তার ধারে চায়ের ঠেক হোক বা অফিসের ডেস্ক কিংবা মেট্রোর কামরা— কমবেশি সকলেই খুকখুক করে কাশছেন। কেউ বা নাক টানছেন। চিকিৎসকেরা বলছেন, ঋতু পরিবর্তনের সময়ে এটা পরিচিত ছবি। কিন্তু এ বছর যেন তার প্রকোপটা বেশি। এর জন্য দায়ী আবহাওয়ার ঘনঘন পরিবর্তন।

কালীপুজো আসার আগেই হাওয়ায় হাল্কা শীতের আমেজ। ঋতু পরিবর্তনের সময় এসেছে। কখনও জোরে পাখা চালাতে হচ্ছে, কখনও বা গায়ে হালকা চাদর জরানোর প্রয়োজন পড়ছে। আর এই সময়েই মরসুমি সর্দি-কাশি হওয়ার প্রবণতা বাড়ে। ইতিমধ্যেই অনেকের জ্বরজ্বর ভাব। সর্দিকাশি, গলাব্যথায় কাবু। এ রকমটা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কাশির ওষুধ খেয়েও তেমন লাভ হয় না? কাশি, গলাব্যথা কমাতে ভরসা রাখুন ঘরোয়া টোটকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন