কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অলিখিত ভাষাও অনুবাদ করবে মেটার এআই ট্রান্সলেটর

বিশ্বে কমবেশি সাত হাজারের বেশি ভাষা প্রচলিত রয়েছে। অঞ্চলভেদে এসব ভাষার প্রতি ১০টির মধ্যে চারটির কোনো নির্দিষ্ট লিখিত রূপ নেই। এসব ভাষা বর্তমান সময়ের উন্নত মেশিন লার্নিং ট্রান্সলেশন সিস্টেমের জন্য ক্ষতিকর। তবে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ট্রান্সলেটর এসব ভাষাও অনুবাদ করতে পারবে। খবর এনগ্যাজেট।

মূলত অলিখিত ভাষাগুলো নিয়ে কাজ করতে হলে মৌখিক ভাষাকে লিখিততে রূপান্তর করতে হয়। তবে মেটার ট্রান্সলেটর সহজেই সেটি করতে পারবে। মেটার ইউনিভার্সাল স্পিচ ট্রান্সলেটর প্রোগ্রামের অংশ হিসেবে রিয়েল টাইম স্পিচ টু স্পিচ ট্রান্সলেশনের উন্নয়নে কাজ চলছে। এ প্রকল্পের অংশ হিসেবে মেটার গবেষকরা এশিয়ার ডায়াসপোরাতে ব্যবহূত ও তাইওয়ানের অন্যতম প্রধান ভাষা হোক্কিয়েন নিয়ে কাজ করেছে।

এক ব্লগ পোস্টে মেটা নতুন এআইয়ের ঘোষণা দিয়ে এটিকে লিখিত রূপ নেই এমন ভাষার জন্য বিশ্বের প্রথম এআইনির্ভর অনুবাদ ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে। ভবিষ্যতে এআই সিস্টেমটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন মেটাপ্রধান মার্ক জাকারবার্গ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন