কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ব্রুনেই চাইছে হালাল মাংস-মাছ, বাংলাদেশ চাইল জ্বালানি

সুলতান হাসানাল আল বলকিয়াহর সফরে দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্য বাড়ানোর উপর জোর দিয়েছে বাংলাদেশ ও ব্রুনেই।

এক্ষেত্রে ব্রু্নেই বাংলাদেশ থেকে হালাল মাংস, মাছ পেতে চাইছে; আর দক্ষিণ-পূর্ব এশিয়ার তেল-গ্যাস সমৃদ্ধ দেশটির কাছ থেকে জ্বালানি পাওয়ার আশা করছে বাংলাদেশ।

ব্রুনেইর সুলতানের সফরের দ্বিতীয় দিনে রোববার বিকালে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই সরকার প্রধানের উপস্থিতিতে সরাসরি বিমান যোগাযোগ চালু, জনশক্তি রপ্তানি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহে সহযোগিতা বাড়াতে ব্রুনেই দারুসসালামের সঙ্গে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ।

সুলতান হাসানাল বলকিয়াহর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্তেও বৈঠক করেন।

পরে সংবাদ সম্মেলনে এসে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “একটি জিনিস আজকে প্রস্তাব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, বলেছেন ট্রেড-ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য।”

ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের বাণিজ্যমন্ত্রী সমন্বিতভাবে কাজ করবেন। এজন্য আলোচনা চালু রাখতেও বলেন প্রধানমন্ত্রী। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যৌথ পরামর্শক কমিশন গঠনের আলোচনাও হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন