কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আমাদের উন্নয়ন নীতি কতটা কর্মবান্ধব?

এলসি খুলতে পারছে না ব্যাংকগুলো, কিন্তু বিমানের টিকিট পাওয়া যায় না। ধনী, অতিধনীরা ফার্স্ট ক্লাস, কিউ-সুইট বুকিং করে বিদেশ যাচ্ছে। কোত্থেকে আসছে ডলার? না, বাংলাদেশের ধনী, অতিধনীদের কোনো সমস্যা কোনো কিছুতেই নেই। বিমানের টিকিটে সমস্যা নেই। চট্টগ্রাম বন্দরে পণ্য এসেছে, তা ছোটাতেও তাদের সমস্যা নেই। একটি ফোন, সরাসরি ফোনই যথেষ্ট। ভ্যাটের আপত্তিও ফোনে ফোনে তারা সারে।

বস্তুত কোনো সেবা পেতেই তাদের কোনো সমস্যা হয় না। অবশ্য শুধু বাংলাদেশি ধনী, অতিধনীদের বেলায়ই তা প্রযোজ্য নয়; সারা বিশ্বের অতিধনীদের একই অবস্থা। তাদের রমরমা ব্যবসা চলছেই। তারা আরও ধনী হচ্ছে, ধনী থেকে শ্রেষ্ঠ ধনী হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে ছোটদের নিয়ে, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে। তারা যাবে কোথায়? তাদের কথা বলার কোনো লোক নেই। সবাই ব্যস্ত বড় বড় সমস্যা নিয়ে। ডলার সমস্যা, বড় বড় ঋণের সমস্যা, শ্রেণিবিন্যাসিত ঋণের পুনঃতফসিলের সমস্যা, বড় বড় প্রকল্পের সমস্যা-এসব নিয়েই সবাই ব্যস্ত। ব্যস্ত মূল্যস্ফীতি নিয়ে। কার কথা কে শোনে? ছোটদের কথা, কৃষকের কথা কে বলে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন