কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সোনায় মোড়ানো গাড়ি, ১৭৮৮ কক্ষের প্রাসাদ– কী নেই ব্রুনেইয়ের সুলতানের

দক্ষিণ–পূর্ব এশিয়ার ছোট্ট দেশ ব্রুনেই। আয়তনে বাংলাদেশের চেয়ে অনেক কম, মাত্র ৫ হাজার ৭৬৫ বর্গকিলোমিটার। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ব্রুনেইয়ের জনসংখ্যা সাড়ে চার লাখের কিছু বেশি। এক সময় ব্রিটেনের উপনিবেশ ছিল দেশটি। ১৯৮৪ সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ব্রুনেই। স্বাধীন দেশ হিসেবে চার দশকেরও কম সময়ের যাত্রায় নিজেদের অর্থনীতিকে বেশ সমৃদ্ধ করেছে ব্রুনেই। জ্বালানি তেল ও গ্যাস রপ্তানি দেশটির অর্থনীতির মূল ভিত্তি।

তবে আজকের আলোচনার বিষয় ব্রুনেইয়ের মানুষ, সমাজ কিংবা অর্থনীতি নয়। বরং দেশটির সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহকে নিয়ে এই লেখা। তাঁর জন্ম ১৯৪৬ সালের ১৫ জুলাই, দেশটির রাজধানী বন্দর সেরি বেগওয়ানে। পড়াশোনা করেছেন ব্রুনেই ও মালয়েশিয়ায়। ব্রুনেইয়ের ২৮তম সুলতান ছিলেন তাঁর বাবা ওমর আরি সাইফুদ্দিন সা’আদুল কাহাইরি ওয়াদ্দেইন। ১৯৬৭ সালে ৫ অক্টোবর ব্রুনেইয় দারুসসালামের ২৯তম সুলতান হিসেবে বাবার স্থলাভিষিক্ত হন হাসানাল বলকিয়াহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন