কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিএনপির চট্টগ্রাম সমাবেশের ক্রিয়া-প্রতিক্রিয়া

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ডে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ 'নির্বিঘ্নে' অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি ঘিরে গত কিছুদিন ধরে বিএনপি নেতাকর্মীর মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপশি উদ্বেগ-উৎকণ্ঠাও কম ছিল না। সাম্প্রতিক সময়ে বিএনপির কর্মসূচিতে ক্ষমতাসীন দল ও পুলিশ বাহিনী যেভাবে বাধা দিয়েছে এবং এর জের ধরে যেসব দুঃখজনক ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সমাবেশকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার আশঙ্কা জনমনেও ছিল। স্বস্তির বিষয়, সব আশঙ্কা অমূলক প্রমাণ করে বাধাবিঘ্ন ছাড়াই বিএনপির সমাবেশটি সম্পন্ন হয়েছে।


বিএনপি অবশ্য অভিযোগ করেছে, সমাবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে সপ্তাহ ধরে বিএনপির নেতাকর্মীর হয়রানি করা হচ্ছিল; ভয়ভীতি দেখানো হচ্ছিল, যাতে তারা সমাবেশে যোগ না দেয়। সমাবেশে যোগ দিতে আসার পথে কোনো কোনো স্থানে দলটির নেতাকর্মীকে বাধা দেওয়ার খবরও বেরিয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, সমাবেশের আগের রাতেও পুলিশ বাড়ি বাড়ি গিয়ে কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখিয়েছে। পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ যথারীতি অস্বীকার করা হয়েছে। এর মধ্যেই মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রীতিমতো মাইকিং করে এলাকাবাসীকে সাবধান করে দিয়েছিলেন- বিএনপির সমাবেশে কেউ গেলে আর ফিরে আসতে পারবে না। ওই হুমকি সামাজিক যোগাযোগমাধ্যমে 'ভাইরাল' হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন