কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাইবার জগৎ নিয়ে কার্যকর শিক্ষাপদ্ধতি দরকার

প্রথম আলো প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০৮:৪৯

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ডিকে দিব্যা মনি। করোনার কারণে সরাসরি ক্লাস বন্ধ ছিল। অনলাইনে যে ক্লাস হয়েছে, তাতে গণিত, ইংরেজি, বিজ্ঞান, বাংলার মতো বিষয় বেশি প্রাধান্য পেলেও তথ্য প্রযুক্তির মতো বিষয় গৌণ হিসেবেই থাকত। এ ছাড়া এবারের এসএসসি পরীক্ষাতেও তথ্যপ্রযুক্তিসহ তিনটি বিভাগে পরীক্ষা হয়নি। দিব্য মণির মতে, সিলেবাসের বাইরে তথ্যপ্রযুক্তি বা সাইবার জগৎ, বুলিং নিয়ে আলোচনা কম হয়।


সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ‘বাংলাদেশের সাইবার অপরাধপ্রবণতা ২০২২’ প্রতিবেদন অনুযায়ী সাইবার বুলিংয়ের শিকার ভুক্তভোগীর সংখ্যা ৫০ দশমিক ২৭ শতাংশ। সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীদের ৫৬ দশমিক ৭৮ শতাংশ নারী। এ ছাড়া ২৮ বছরের নিচের ১৩ দশমিক ৫৭ শতাংশ সাইবার অপরাধের শিকার, যা আগের বছর ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও