কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


একতরফা জেলা ভোটেও আচরণবিধির বালাই নেই

ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী না দিলেও এই নির্বাচনে এমপিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন (ইসি) থেকে আচরণবিধি মেনে চলতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি মেনে চলার জন্য আওয়ামী লীগের শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে বার্তা পাঠানো হয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ নেতাদের নাম বলতে অস্বীকৃতি জানান তিনি। একই সঙ্গে ডিসি-এসপিদের কঠোর হওয়ার নির্দেশের কথা জানিয়ে এই কমিশনার বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো ধরনের শৈথিল্য দেখালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন পিছপা হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন