কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কার্বন নিঃসরণ নয়, পরিষ্কার করবে গাড়ি!

বায়ুমণ্ডলে ক্ষত তৈরিতে কার্বন নিঃসরনকে বড় করে দায়ী করা হয়। জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি কার্বন নির্গমনের প্রধান উৎসসমূহের একটি। যদি এমন হতো, দূষিত কার্বন নির্গমন তো করবেই না, উল্টো পরিবেশ থেকে কিছুটা শুষে নেবে গাড়ি। তেমন একটি আবিষ্কারের খবর দিয়েছে নেদারল্যান্ডসের একদল শিক্ষার্থী। খবর সিএনএন।

জেম নামের ধূসর রঙের আকর্ষণীয় গাড়িটি দেখলে মনে হবে, এটি দুর্দান্ত কোনো স্পোর্টিং কার। কিন্তু জেম অন্য কোনো গাড়ির মতো নয়। তার রয়েছে বাড়তি কাজ। রাস্তায় বাতাস থেকে কার্বন পরিষ্কার করতে করতে এগোবে এটি।

এমন সাই-ফাই কারটি তৈরি করেছে নেদারল্যান্ডসের আইন্ডহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩৫ শিক্ষার্থীর একটি দল। চলমান টিইউ/ইকোমোটিভ প্রকল্পের অংশ হিসেবে তাদের এই উদ্ভাবন।

এ গাড়ির নিচে রয়েছে একটি কার্বন ধারণকারী যন্ত্র। এর মাধ্যমে সৌর-ব্যাটারিতে চলা গাড়িটি নিঃসরণের চেয়ে বেশি পরিমাণ কার্বন ড্রাই অক্সাইড শোষণ করে ও জমিয়ে রাখে। বর্জ্য ও নির্গমন কমাতে গাড়ির বডি ও ফ্রেমে ব্যবহার করা হয়েছে থ্রিডি পেইন্ট করা পুরোনো প্লাস্টিক। অভ্যন্তরীণ সজ্জায় লাগানো হয়েছে আনারস থেকে তৈরি চামড়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন