কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মারমুখী ছাত্রলীগ ও উপাচার্যের আশ্বাসভঙ্গের গল্প

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সময়ে ছাত্র আন্দোলন ছিল সম্মিলিত দাবি আদায়ের আন্দোলন। ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভেদ থাকলেও শিক্ষার্থীদের অধিকার প্রশ্নে তাঁদের একমত হওয়ার মতো নজির খুঁজলেই পাওয়া যাবে। কিন্তু গত কয়েক দশকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি হয়ে পড়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ক্ষমতা প্রদর্শন, বল প্রয়োগ, বিরোধীদের ওপর হামলা ও ব্যক্তিস্বার্থ হাসিলের সহজ রাস্তা। অন্যদিকে বিরোধী ছাত্র সংগঠনগুলো হয়ে পড়েছে নিজ দলের স্লোগানধর্মী।

এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দেখা যায় ক্ষমতাসীন ছাত্র সংগঠনের গানে সুর মেলাতে। এমন ঘটনার সর্বশেষ নজির দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর ছাত্রলীগকে দেখা গেল মারমুখী ভঙ্গিতে। গত সপ্তাহে অবশ্য ছাত্রলীগ বেশ কয়েকটি ইস্যুতে সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে জায়গাজুড়ে ছিল। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দলীয় কোন্দলে বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা ও ক্লাস বন্ধ করা হয়েছে। রাজধানী ঢাকার ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সংঘাতে এমন সব তথ্য বেরিয়ে এসেছে, যা নারীর জন্য অবমাননাকর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন