কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ

পিঠের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জাসপ্রীত বুমরাহ। মেরুদণ্ডের হাড়ে চিড় ধরায় ৪-৬ মাসের জন্য মাঠের বাহিরে যেতে হচ্ছে এই ডানহাতিকে। অস্ত্রপাচারের করলে সেক্ষেত্রে বাড়তে পারে সময়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়েছেন বুমরাহ। ভারতের ক্রিকেট বোর্ডের বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছেন এমন খবর।


বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, 'বুমরাহ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলছে না। তার পিঠের অবস্থা জটিল। পিঠের চোটটা গুরুতর। সুস্থ হতে অন্তত ৬ মাস সময় লাগবে।' অবশ্য অফিসিয়ালি খবরটি নিশ্চিত করেনি রোহিতদের বোর্ড।


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে যান রবীন্দ্র জাদেজা। বুমরাহর ইনজুরিতে আরও এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারালো ভারত। সুতরাং, বিশ্বকাপের পেস আক্রমণ নিয়ে দুশ্চিন্তা বাড়লো ভারতের। বুমরাহ ছিটকে যাওয়ার ফলে সেই সমস্যা আরও বাড়লো। তার পরিবর্তে কাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে সেই দিকেও তাকিয়ে এখন সবাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন