কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকায় যানজট এড়াতে ‘ট্রাফিক অ্যালার্ট’

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬

সাফাত নাবিল তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি রাজধানীর ধানমন্ডির বাসা থেকে প্রতিদিন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যেতেন। যানজটে পড়ে তাঁর অনেকটা সময় রাস্তায় নষ্ট হতো। যানজট এড়িয়ে কীভাবে, কোন পথে দ্রুত বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো যায়, তা নিয়ে ভাবতে থাকেন তিনি।


এমন ভাবনা থেকে নাবিল ফেসবুকে একটি গ্রুপ খুলে ফেলেন। গ্রুপটির নাম ‘ট্রাফিক অ্যালার্ট’। যানজট এড়িয়ে কিছুটা সময় বাঁচানোর লক্ষ্যে ২০১৪ সালের ২০ আগস্ট গ্রুপটির যাত্রা শুরু হয়।


শুরুতে ঢাকার কোন রাস্তায় যানজট বেশি, কোন রাস্তায় কম, কোন পথে দ্রুত গন্তব্যে পৌঁছানো যাবে—এসব তথ্য গ্রুপে আদান-প্রদান করেন সদস্যরা। এখন গ্রুপটিতে ঢাকার যানজট ছাড়া ট্রাফিক-সংক্রান্ত নানা ধরনের তথ্যও আদান-প্রদান করা হচ্ছে। অবৈধ পার্কিং থেকে শুরু করে বিআরটিএতে গাড়ির কাগজপত্র প্রক্রিয়াকরণসহ নানা বিষয়ে এই গ্রুপের সদস্যরা সাহায্য চাইছেন। গ্রুপের মাধ্যমেই তাঁরা সমাধান পেয়ে যাচ্ছেন।


Advertisement


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও