কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


প্রযুক্তি খাতে নারী উপস্থিতি কম:: টিম কুক

অ্যাপলসহ প্রযুক্তি খাতে নারী নেতৃত্বে ঘাটতি রয়েছে। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে তা স্বীকার করেন অ্যাপলপ্রধান টিম কুক।

তিনি জানান, বিশ্বের বড় বড় ফার্মে এখনো পর্যাপ্ত নারী অংশ নিচ্ছেন না। এতে প্রতিষ্ঠানগুলো তাদের সামর্থ্য অনুযায়ী সফলতা অর্জনে ব্যর্থ হচ্ছে। টিম কুক দাবি করেন, প্রযুক্তি খাতে বৈচিত্র্যময় কর্মপরিবেশ বা কর্মশক্তি ছাড়া লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। সম্প্রতি নারী উদ্যোক্তা ও অ্যাপ ক্রিয়েটরদের জন্য ফাউন্ডার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে এক বিশেষ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে যুক্তরাজ্যে গিয়েছেন তিনি।

টিম কুক বলেন, প্রযুক্তি খুবই দারুণ একটা বিষয়, যা অনেক কাজ সম্পন্ন করে। কিন্তু কাজ করার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কম থাকার বিষয়ে অনেক বিষয়ে আপনি কোনো সমাধান নিয়ে আসতে পারবেন না। নারীদের অন্তর্ভুক্ত না করার পেছনে প্রতিষ্ঠানগুলোর কাছে ভালো কোনো যুক্তি নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন