কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হলো ভুটান

করোনা মহামারির কারণে ভুটান ভ্রমণ বন্ধ ছিল বিদেশি পর্যটকদের জন্য। প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে ভুটান। শুক্রবার থেকে টেকসই উন্নয়ন ফি দিয়ে পর্যটকেরা ভুটানে ঢুকছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সংশোধিত ফি অনুযায়ী প্রতিবার ভ্রমণের জন্য একজন বিদেশি পর্যটককে ২০০ ডলার গুনতে হবে। করোনা মহামারি শুরুর আগে প্রায় তিন দশক ধরে এই ফি ছিল ৬৫ ডলার।

ভুটান ভ্রমণ করতে এর আগে ভারতীয়দের কোনো ফি দিতে হতো না। কিন্তু নতুন আইন অনুযায়ী এখন থেকে ভুটানে গেলে ১ হাজার ২০০ রুপি করে দিতে হবে ভারতীয়দের।

হিমালয়ের কোলঘেঁষা দেশ ভুটানের আয়ের অন্যতম প্রধান উৎস পর্যটন। ২০২০ সালের মার্চ মাসে দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয়। এর পর থেকেই বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করে দেশটির সরকার। ভুটানের জনসংখ্যা ৮ লাখের কম। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৬১ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন মাত্র ২১ জন। বিদেশিদের ভ্রমণ খাত বন্ধ থাকায় ভুটানের অর্থনীতি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বেড়েছে দারিদ্র্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন