কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বারমুডার দিকে যাচ্ছে হারিকেন ফিওনা, পুয়ের্তো রিকোতে নিহত ৮

প্রলয়ংকরী ঝড় ‘হারিকেন ফিওনা’ ডোমিনিকান রিপাবলিক ও পুয়ের্তো রিকোর মধ্য দিয়ে বারমুডার দিকে অগ্রসর হচ্ছে। এ সময় ঝড়ের কবলে পড়ে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে আট ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।


গত রোববার শক্তিশালী ফিওনার আঘাতে পুয়ের্তো রিকোতে ব্যাপক ভূমিধস ও বন্যার সৃষ্টি হয়েছে। পরের দুই দিনে ঝড়টি আরও শক্তিশালী হয়ে ডোমিনিকান রিপাবলিক এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে প্রবেশ করে।

স্থানীয় সময় বুধবার ফিওনা ঘণ্টায় ১৩০ মাইল বেগে প্রবাহিত হয়েছে। এটি বারমুডার দিকে অগ্রসর হতে হতে আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, শুক্রবার কানাডার আটলান্টিক উপকূলে পৌঁছাতে পারে ফিওনা।


ন্যাশনাল হারিকেন সেন্টারের ভারপ্রাপ্ত শাখা প্রধান এরিক ব্লেক বলেছেন, ‘বারমুডায় প্রবল ঝড়, ভারী বৃষ্টিপাত ও সমুদ্রে উঁচু ঢেউ সৃষ্টি করে পশ্চিম দিকে এগিয়ে যাবে ফিওনা। বৃহস্পতিবার ফিওনা সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করবে।’

তবে ঝড়টি দিক পরিবর্তন করে পূর্ব দিকেও প্রবাহিত হতে পারে এবং বারমুডায় আঘাত হানতে পারে বলেও সতর্ক করেছেন এরিক ব্লেক। তিনি বলেছেন, ‘কানাডার দিকে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনাও রয়েছে ফিওনার।’

কানাডার আটলান্টিক প্রদেশ নোভা স্কটিয়া এবং নিউ ফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরের দিকে ফিওনার গন্তব্য উল্লেখ করে তিনি রয়টার্সকে বলেন, ‘সেখানেই বড় ধরনের অঘটন ঘটাতে পারে ফিওনা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন