কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ছোট উদ্যোক্তাদের পাশে আর্থিক খাত

কোভিড ১৯-এর তীব্র সংকটকালে আমরা দেখেছি অনানুষ্ঠানিক খাতের ছোট উদ্যোক্তারা কী বিপদেই না পড়েছিলেন, বিশেষ করে লকডাউনের সময় তাদের বেচাকেনা একদম বন্ধ হয়ে যায়। যারা রাস্তার পাশে চা বিক্রি করতেন, রিকশা বা ভ্যান চালাতেন- তাদের কর্মকা- একদম থেমে যায়। তারা তাদের পুঁজি ভেঙে চলার চেষ্টা করেন। একপর্যায়ে শহর ছেড়ে তাদের কেউ কেউ গ্রামে চলে যান। গ্রামবাংলা তাদের বিমুখ করেনি। অকৃষি খাতে নয়া উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টায় তারা লিপ্ত হন। পরে লকডাউন উঠে গেলে দুটি টিকা নিয়ে তাদের অনেকেই নগরে আবার ফিরে এসেছেন। নতুন করে দোকানপাট চালু করার উদ্যোগ নিয়েছেন। কিন্তু হাতে তেমন পুঁজি নেই। তবু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার চেষ্টা করেছেন।

অন্যদিকে মধ্যবিত্তের সংসারেও লেগেছে অর্থকষ্টের ধাক্কা। করোনাকালে অনেকেরই কাজ চলে গেছে। তবে তাদের শিক্ষিত ছেলেমেয়েরা ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে নতুন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছেন। বিপুলসংখ্যক তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে কোভিড সংকটকালে। তারা ঘরে রান্না করে অনলাইনে বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। গ্রাম থেকে মাছ, চাল, সবজি, মুরগি এনে অনলাইনে বিক্রি করছেন। অনেক শিক্ষিত তরুণ গ্রামে গরুর খামার, মাছের চাষ ও সবজির আবাদে মনোযোগী হয়েছে। এই নয়া উদ্যোক্তারা গ্রাম ও শহরের সেতুবন্ধন হিসেবে অর্থনীতির চাকাকে সচল রেখেছে। তারা সবাই ডিজিটাল অর্থায়নকে কাজে লাগিয়েছেন। প্রায় সবারই মোবাইল কিংবা এজেন্ট ব্যাংকিংয়ের হিসাব রয়েছে। দ্রুত লেনদেনের জন্য এই ধারার আর্থিক সেবার সুযোগ তারা নিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন