কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানের বিখ্যাত আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

হৃদরোগে আক্রান্ত হয়ে আইসিসির এলিট প্যানেলভুক্ত সাবেক পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন। বুধবার দিবাগত রাতে লাহোরে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

২০০০ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে আম্পায়ারিংয়ে আসাদ রউফের অভিষেক ঘটে। এরপর পাকিস্তানের এই আম্পায়ার ক্যারিয়ারে ৬৪টি টেস্ট (৪৯টি অন ফিল্ড এবং ১৫টি অফ ফিল্ড), ১৩৯টি ওয়ানডে এবং ২৮ টি-২০ ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

২০০৬ সালে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হন আসাদ। এর আগের বছর ২০০৫ সালে প্রথমবারের মতো টেস্ট আম্পায়ার হিসেবে তার অভিষেক হয়। ২০০৪ সাল থেকে ওয়ানডে আম্পায়ারদের প্যানেলেও ছিলেন তিনি।

বিংশ দশকের শুরুর দিকে তিনি এবং আলিম দার পাকিস্তানের আম্পায়ারিংয়ে অনেক সুনাম অর্জন করেন। তবে ২০১৩ সালে মুম্বাই পুলিশের এক অভিযোগে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে যায়। সে বছর আইপিএলের ফিক্সিং কেলেঙ্কারিতে মুম্বাই পুলিশের দেওয়া চার্জ শিটে শীর্ষ অভিযুক্ত ছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন